
শিশু একাডেমিতে শিশুতোষ ছড়া লেখার কর্মশালা শেষে একত্রে ফটোসেশন
শিশুতোষ ছড়া লেখার কর্মশাল
শিশুদের সৃজনশীলতায় নিবেদিত সংগঠন চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার (ফোরসি) ১৬ নভেম্বর, শুক্রবার দিনব্যাপী একটি কর্মশালার আয়োজন করে। বাংলাদেশ শিশু একাডেমির সভাকক্ষে অনুষ্ঠিত ‘ছোটদের জন্য ছড়া লেখার কৌশল’ শীর্ষক কর্মশালায় তরুণ ছড়াকারদের প্রশিক্ষণ দেন শিশুসাহিত্যিক ও ছড়াকার ফারুক নওয়াজ, সুজন বড়ুয়া, আমীরুল ইসলাম ও রোমেন রায়হান। সকাল ৯টায় শুরু হওয়া কর্মশালায় ছড়া সাহিত্য, ছড়ার ব্যাকরণ, ছন্দ, ছোটদের জন্য ছড়া লেখার কৌশল প্রভৃতি বিষয় হাতে-কলমে শেখানো হয়। কর্মশালার শেষে সমাপনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংরক্ষিত মহিলা আসনের এমপি কাজী রোজী, ছড়াকার-শিশুসাহিত্যিক জগলুল হায়দার, আসলাম ছানী ও রহিম শাহ। কর্মশালায় সভাপতিত্ব করেন আয়োজক ফোরসির প্রেসিডেন্ট আশিক মুস্তাফা। কর্মশালার বিষয়ে আশিক মুস্তাফা বলেন, যদিও লেখালেখি কর্মশালা করে হয় না। তবে এটাও ঠিক লেখাকে শানিত করতে কর্মশালা-প্রশিক্ষণের বিকল্পগু নেই। যাদের লেখালেখির হাত আছে, লেখালেখির মন ও মনন আছে, যারা লিখতে চান, তাদের জন্য কর্মশালা বিশেষ ভূমিকা পালন করতে পারে। তার ওপর সাধারণ লেখা আর শিশুদের জন্য লেখা এক কথা নয়।
ছড়া লেখাবিষয়ক এ কর্মশালার সঞ্চালনা করেন ফোরসির জেনারেল সেক্রেটারি মাহফুজুর রহমান মানিক। ফোরসির এ উদ্যোগের ব্যাপারে সংগঠনটির সেক্রেটারি জেনারেল মাহফুজুর রহমান মানিক বলেন, যারাই এ আয়োজনের কথা শুনেছেন, তারাই আমাদের উৎসাহ দিয়েছেন। তবে কর্মশালাটি একেবারে সোস্যাল মিডিয়ায়, বিশেষভাবে বললে ফেসবুকের মাধ্যমেই প্রচার করেছি। তাতেই সবাই সাড়া দিয়েছেন। এবং ফি দিয়েই সবাই অংশ নিয়েছেন। নির্দিষ্ট ফি মোবাইল ব্যাংকিংয়ে টাকা পাঠিয়ে অনলাইনে ফরম পূরণ করে রেজিস্ট্রেশন করেন সবাই।
কর্মশালায় উপস্থিত ছিলেন ফোরসির সেক্রেটারি অব প্রফেশনাল ডেভেলপমেন্ট পান্থ বিহোস ও সেক্রেটারি অব রিসার্চ অ্যান্ড ডকুমেন্টেশন সুস্মিতা জাফর। কর্মশালায় নিবন্ধনের মাধ্যমে সারা দেশ হতে ২৮ জন প্রশিক্ষণার্থী অংশ নেন। সনদপত্র বিতরণের মাধ্যমে কর্মশালার সমাপ্তি হয়। সাধারণের ছড়া আর শিশুতোষ ছড়া দুই-ই ভিন্ন। উপস্থাপনার ঢং, শব্দ চয়ন, কাঠামো, বাক্যের আকার-আকৃতি ইত্যাদি ভিন্ন। এসব বিষয় সামনে রেখেই এ কর্মশালা।