Loading Events

« All Events

4c workshop on 'How to Teach First Aid to your Child

June 28 @ 7:00 pm - June 29 @ 8:30 pm

How to Teach First Aid to Children

আয়োজনে : চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টার-ফোরসি
ইন কোলাবোরেশন উইথ : ইএমকে সেন্টার
সহযোগীতায় : ডক্টর টিভি

আমাদের ঘর আলো করে রাখে শিশুরা। আর এই শিশুরাই যদি হুট করে পড়ে যায় দুর্ঘটনায় তখন আমরা অস্থির হয়ে উঠি; পড়ে যাই দুশ্চিন্তায়।

নিজের অজান্তেই শিশু খেলতে খেলেতে হয়তো কাঁটাছেড়া, মাথায় চোট, পুড়ে যাওয়া, শ্বাসনালীতে কিছু আটকে যাওয়া বা পোকামাকড়ের কামড়সহ রাজ্যের সমস্যার মুখোমুখি হতে পারে। সেই সঙ্গে বয়স ও মৌসুমী রোগ-বালাই তো আছেই।

আবার ছোটদের মতো হঠাৎ সমস্যায় পড়তে পারে বড়রাও। তখন ঘরে বেড়ে ওঠা ছোট্ট শিশুটিও রাখতে পারে অনেক বড় এবং গুরুত্বপূর্ণ ভূমিকা; যদি তার থাকে প্রাথমিক চিকিৎসা ধারণা। এই প্রাথমিক চিকিৎসা ধারণা আমাদের অনেক বড় বিপদ থেকে রক্ষা করতে পারে। জীবন বাঁচিয়ে দিতে পারে আপনার ঘর আলো করে বেড়ে ওঠা ছোট্ট সোনামনিরও।

প্রাথমিক চিকিৎসার গুরুত্ব বিবেচনা করে ফোরসি বা চাইল্ড সেন্ট্রিক ক্রিয়েটিভ সেন্টারের এবারের কর্মশালা- ‌’শিশুর প্রাথমিক চিকিৎসা ধারণা’ বা ‘হাউ টু টিচ ফার্স্ট এইড টু চিলড্রেন’।

যাদের জন্য:
১. শিশু (৬ হতে ১৬ বছর বয়সী)
২. বাবা-মা-অভিভাবক/ তত্ত্বাবধায়ক বা কেয়ারগিভার

চিকিৎসক
১. অধ্যাপক ডা. আবিদ হোসেন মোল্লা, বিভাগীয় প্রধান, শিশু বিভাগ, বারডেম হাসপাতাল, ঢাকা
২. ডা. হুমায়ুন কবীর হিমু, নিউরোলজি বিশেষজ্ঞ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, ঢাকা
৩. ডা. শহীদুল ইসলাম শাহীন, মেডিসিন বিশেষজ্ঞ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, ঢাকা

উপস্থাপনায়: ডা. সুস্মিতা জাফর

ওয়ার্কশপের তারিখ: ২৮ ও ২৯ জুন, ২০২১
(একদিন শিশুদের জন্য, একদিন অভিভাবকদের জন্য; তবে একই প্রোগ্রামে উভয়ে থাকতে পারবেন)
সময়: প্রতিদিন রাত ৭.০০ টা থেকে ৮:৩০

রেজিস্ট্রেশনের শেষ তারিখ : ২৭ জুন, ২০২১।

আর্লি-বার্ড রেজিস্ট্রেশন : ১৯ জুন, ২০২১

রেজিস্ট্রেশন ফি: ৩০০ টাকা, (দুজন একসঙ্গে করলে ৫০০ টাকা)

আর্লি-বার্ড রেজিস্ট্রেশন ২০০ টাকা, (আর্লি-বার্ডে দুজন একসঙ্গে করলে ৩০০ টাকা)

নির্দিষ্ট আসন পূরণ হয়ে গেলে কর্তৃপক্ষ আগেই রেজিস্ট্রেশন পর্ব শেষ করার অধিকার রাখে।

অংশগ্রহণকারী যা পাবেন
ক. ভার্চুয়াল পার্টিসিপেশন সার্টিফিকেট
খ. ই-ম্যাগাজিনে নামসহ অংশগ্রণকারীর ছবি

রেজিস্ট্রেশন করতে- এখানে ক্লিক করুন

ফরম পূরণ করতে টাকা বিকাশ অথবা নগদ সেন্ড মানি করুন এই নাম্বারে: 01920-123687। বিকাশ/নগদ এবং ফরম পূরণের ৪ ঘন্টার মধ্যে একটি কনফার্মেশন মেইল পাবেন। মেইল আপনার ওয়ার্কশপ আইডি জানানাে হবে। আইডিসহ মেইল না পেলে যোগাযোগ: ০১৯২৪-৯৮৪৪৪৬, ০১৯২০-১২৩৬৮৭, 4cbangladesh@gmail.com

Details

Start:
June 28 @ 7:00 pm
End:
June 29 @ 8:30 pm
Event Categories:
,
Event Tags:
,
Website:
https://www.facebook.com/events/1194597751000170/

Organizer

4C Bangladesh
Phone:
01924-984446
Email:
4cbangladesh@gmail.com
Website:
https://4cbd.org/